দীর্ঘদিন স্তিমিত থাকা শেরপুর লেডিস ক্লাব জমজমাট হয়ে উঠেছে। জেলার নারীদের উন্নয়নে ও সমস্যা সমাধানে বর্তমানে দৃষ্টান্ত স্থাপন করেছে ক্লাবটি। দুস্থ-অসহায় নারীদের পাশে দৃশ্যমান কাজ করে বেশ প্রশংসা কুড়িয়েছে জেলায় কর্মরত অফিসারদের সহধর্মিনী ও নারী কর্মকর্তাদের এই ক্লাবটি। নারী দিবসে নারীর প্রতি সহিংসতা রোধে পুরুষদের উৎসাহিত করতে কার্যক্রমের ঘোষণা দিয়েছে শেরপুর লেডিস ক্লাব।
ক্লাবের কর্মকর্তাদের তথ্যমতে, শেরপুরের বর্তমান জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সহধর্মিনী জান্নাতুল ফেরদৌসী প্রিয়া শেরপুরে এসেই স্তিমিত হয়ে থাকা লেডিস ক্লাবের কার্যক্রমকে গতিশীল করেন। নিয়মিত সভা-সেমিনার থেকে শুরু করে ক্লাবের কর্মকর্তাদের সাথে নিয়ে জেলার প্রত্যন্ত অঞ্চলে নারীদের উন্নয়নে বিভিন্ন সহায়তা কার্যক্রম শুরু করা হয়।
সাম্প্রতিক সময়ে এতিম ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ ও দরিদ্র গর্ভবতী নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, নারীদের জীবনমান উন্নয়নে সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জেলাবাসীর কাছে বেশ আস্থা ও প্রশংসা কুড়িয়েছেন লেডিস ক্লাব শেরপুরের সভাপতি জান্নাতুল ফেরদৌসী প্রিয়া।

শেরপুর লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌসী প্রিয়া শেরপুর টাইমসকে বলেন, তৎকালীন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন ভাইয়ের সহধর্মিনী ইসমত আরা ভাবীর বদলিজনিত কারণে বিদায়ের পর লেডিস ক্লাবের কার্যক্রমে কিছুটা ভাটা পড়ে। পরবর্তীতে আমি এসে জেলার নারী কর্মকর্তা ও অফিসার ভাইদের মিসেসদের নিয়ে লেডিস ক্লাবের কার্যক্রম পুনরায় পুরোদমে শুরু করি। জেলার দুস্থ ও অসহায় নারীদের নিয়ে আমরা কাজ করতে চাই।
এর পাশাপাশি নারী খেলোয়ার, ছাত্রীদের নিয়েও খুব দ্রুত বিভিন্ন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। নারীদের প্রতি সহিংসতা রোধে ও তাদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সীমান্তবর্তী শেরপুরের নারীদের উন্নয়নে লেডিস ক্লাবের হয়ে কাজ করতে চাই।