প্রশ্ন
– ইমামুল হাসান তানভীর
আমি কিছুক্ষণ থেকে একটা বিষয় ভাবছি এবং উত্তর খুঁজে বেড়াচ্ছি।
তাই সাহয্য নিলাম আমাদের সকলের বড় ভাই ও সবজান্তা গুগল ভাইয়ার। সার্চ বক্সে গিয়ে সার্চ দিলাম এই লিখে, ‘একজন মানুষ দৈনিক কতগুলো প্রশ্ন করে?’। অদ্ভুত সার্চ তাই না? হাসছেন হয়তো। কিন্তু আমি সত্য সত্যই এই লিখে সার্চ দিয়েছি। কিন্তু কি হলো?
গুগল ভাইয়া আমাকে দৈনিক কতগুলা ডিম খাওয়া প্রয়োজন এবং একসাথে কতগুলা ডিম খাওয়া প্রয়োজন তা শিখিয়ে দিলো। যাই হোক, গুগল ভাইয়াও আমাকে নিরাশ করে দিলো। নিরাশ হলাম কিন্তু জানার আগ্রহটা হারালাম না। ছোট্ট বাচ্চাদের মতো আম্মুকে গিয়ে বললাম, ” মা মানুষ দৈনিক কতগুলা প্রশ্ন করে?” আম্মু আগে আমার দিকে একবার তাকালো। তারপর আমার মুখের সিরিয়াসনেস দেখে বললো,” এর কোনো হিসাব আছে?থাকলে আমাকেও জানাইস” এখানেও নিরাশ। চলে আসলাম আমার রুমে। তারপর ফেসবুকে এসে একই প্রশ্ন আদিবাকে জিজ্ঞেস করলাম। সে একটি চমৎকার উত্তর দিলো,” মানুষের মনে যতবার প্রশ্ন জাগে ততবার।” তবুও উত্তরের আসায় আমার ৭ম শ্রেনীতে পড়ুয়া ছোট বোনের কাছে একই প্রশ্ন জিজ্ঞেস করলাম। সে বলে উঠল,”জানি না,কিন্তু তোমার মতো প্রশ্ন কেউই করে না এটা বলতে পারি।” আমি আর কথা বাড়ালাম না। চুপ করে নিজেই নিজেই ভাবতে থাকলাম। তারপর উত্তর এতক্ষণে স্পষ্ট হতে থাকলো। আমি এই পর্যন্ত প্রায় ৪ বার ৪ জায়গায় প্রশ্ন করে ফেলেছি। ৪টি উত্তর পেয়েছি। চারটিই একটির থেকে অপরটি ভিন্ন।
এরপর নিজে নিজেই ভাবলাম যে এটার উত্তর কি?
তখন ভিতর থেকে উত্তর চলে আসলো যে, “মানুষের দৈনিক যতগুলো উত্তরের প্রয়োজন সেই সংখ্যক প্রশ্ন মানুষ দৈনিক করে থাকে। কিন্তু এক প্রশ্নের উত্তর একেক জায়গায় একেক রকম হয়।”
যাই হোক, বিষয়টি নিয়ে আর ভাবলাম না। কিন্তু কিছুক্ষণ পর আবার চিন্তা আসলো যে অন্য কেউ কি কোনো দিন এই জিনিসটা ভেবেছিল যে মানুষ দৈনিক কতগুলা প্রশ্ন করে? এই যে আবারো প্রশ্ন?
এখন মূল কথায় আসি, প্রশ্ন এমন একটা জিনিস যা মানুষের জন্য অক্সিজেন স্বরূপ। এখন অনেকে বলতে পারে যে যারা অন্ধ বা কানে শোনে না তারা তো প্রশ্ন করে না। তারাও প্রশ্ন করে। তারা সৃষ্টিকর্তার কাছে প্রশ্ন করে তাদের এই প্রতিবন্ধকতা নিয়ে। আমরা এই পৃথিবীতে এসেছি প্রশ্ন করতে এবং প্রশ্নের উত্তর খুঁজতে। আর দুনিয়ার সব থেকে বড় ভালোবাসা কোনটা জানেন??
সেটি হলো, “একটি প্রশ্ন উত্তরটাকে যে পরিমাণ ভালোবাসে সে পরিমাণ ভালোবাসা কোথাও নেই” কারণ উত্তর ছাড়া প্রশ্ন কিছুই না, আর উত্তর ছাড়া প্রশ্নও মূল্যহীন।
ইমামুল হাসান তানভীর,
শিক্ষার্থী।
(শেরপুর টাইমস ডট কমের “সাহিত্য পাতা” সকলের জন্য উন্মুক্ত। আপনার স্বরচিত ছড়া- কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশের জন্য ইমেল করুন sherpurtimesdesk@gmail.com এই ঠিকানায়।)