শেরপুর সদর উপজেলার ৯ নং চরমোচারিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সম্মানিত সদস্য প্রবীণ রাজনীতিবিদ মো. খোরশেদুজ্জামান (৮২) আর নেই।
তিনি রবিবার (৬ জুন) রাত সাড়ে ৩ টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার প্রথম নামাজে জানাযা দুপুর ২ টায় শেরপুর পৌর ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাযা শেরপুর সদর উপজেলার মুন্সিরচর নিজ বাড়িতে বিকাল সাড়ে ৫ টায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
এদিকে, মো. খোরশেদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।