প্রধানমন্ত্রী স্বর্ণ পদক ২০১৭ – পেয়েছেন শেরপুরের সাইদা আক্তার জুঁই। কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় তাকে এ পদক দেয়া হয়েছে। জুঁই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় হতে ২০১৬ সালে তার অনুষদ থেকে সিজিপিএ ৪.০০ এ সর্বোচ্চ ৩.৯১ পেয়ে স্নাতক সম্পন্ন করেছেন।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জুঁইয়ের হাতে পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেরপুর শহরের কসবা এলাকার আ.স.ম সারোয়ার জাহান ও হাসনা হেনা দম্পতির মেয়ে জুঁই। ৩ বোনের মধ্যে বড় জুঁই। তিনি ২০১০ সালে শেরপুরের আইডিয়াল প্রিপারেটরী এন্ড হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ পেয়ে এসএসসি এবং শেরপুর সরকারী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ অর্জন করে এইচএসসি সম্পন্ন করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইট সূত্রে জানা যায়, “প্রধানমন্ত্রী স্বর্ণপদক -২০১৭” এর জন্য এবছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১৬৩ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়। ২৫ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মনোনীত শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেওয়া হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহ দেওয়ার জন্য ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের প্রবর্তন করা হয়।