আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে শেরপুর পৌর আওয়ামী লীগের আয়োজনেে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর টাউন হল অডিটোরিয়ামে পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রকাশ দত্তের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি মজদুল হক মিনু, পৌর সভার প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ফখরুল মজিদ খোকন, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন, উপ-দপ্তর সম্পাদক বিনয় সাহা, শহর আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি হুমায়ুন আহমেদ প্রমুখ।