প্রতিশোধ নিতেই এ আর রহমানের গান বিকৃত করে গেয়েছি বলে মন্তব্য করেছেন আলোচিত-সমালোচিত ইউটিউবার হিরো আলম।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
হিরো আলম বলেন, আমি কোন গান গাইলে আপনারা সবাই কথা বলেন, কিন্তু এত বড় একজনের গান এ আর রহমান বিকৃত করলো। কেউ কিছু বললেন না। তিনি যদি গান বিকৃত করতে পারে আমিও আমার বে-সুর গলায় গেয়ে উনার একটা গান নষ্ট করলাম। বলতে পারেন প্রতিশোধ নিলাম।
এদিকে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নিজ এলাকা বগুড়া ২ আসন থেকে আবারও নির্বাচন করবেন হিরো আলম। তবে কিছুদিন আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন করবেনা বলে জানিয়েছিলেন হিরো আলম।
তবে কেন আবার নির্বাচনে আসবেন এমন প্রশ্নে আলম বলেন, আসলে আমার এলাকার লোকজন বলছে আমি ছাড়া আর কাকে তারা ভোট দিবে। এলাকার মানুষের কথায় আবারও নির্বাচন আসতেছি।
তফসিল সমর্থন করেন কিনা এমন প্রশ্নে হিরো আলম কৌশলগত উত্তর দিয়ে বলেন, দেশের মানুষ সমর্থন দিলে আমিও দিব৷