র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিমা বিসর্জনের সময় র্যাবের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে। সোমবার রাজধানীর বনানী সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
মঈন বলেন, ১৬ অক্টোবর থেকে র্যাব বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সারা দেশে ৩২ হাজারের বেশি পূজা মণ্ডপে ৪ হাজারের বেশি র্যাব সদস্য সাদা পোশাক ও ইউনিফর্মে কর্মীরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
র্যাবের স্পেশাল বাহিনী, ডগ স্কোয়াড দিয়ে সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাবের স্পেশাল ফোর্স ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি এলাকায় কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। র্যাব সদর দপ্তর থেকে এলাকাভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
কমান্ডার মঈন আরও বলেন, একশ্রেণির স্বার্থান্বেষী মহল গুজব ছড়ানোর চেষ্টা করে। তাদেরকে আইনের আওতায় আনতে র্যাবের সাইবার ইউনিট কাজ করছে।
এখন পর্যন্ত জঙ্গি বা নাশকতার হামলা নেই জানিয়ে র্যাবের মুখপাত্র বলেন, সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো ধরনের অপতৎপরতা রোধে কাজ চলছে। নারী দর্শনার্থীরা ইভটিজিং কিংবা হেনস্তার শিকার না হয়, সেজন্য গোয়েন্দা নজরদারি চলমান।