ক্যাডার বৈষম্য নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে মন্ত্রণালয়-বিভাগগুলোর জনবল কাঠামো যুগোপযোগী করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।
তিনি বলেন, ১৫ বছরের পুরোনো গাড়িগুলো পরিবর্তন করব। আরেকটি চ্যালেঞ্জ, যেটি আমি করতে পারিনি। বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্প যখন শেষ হয়, সেই প্রকল্পের গাড়িগুলো পরিবহন পুলে আসার কথা থাকলেও নানা কারণে এসে পৌঁছায়নি। এবার সেগুলো অবশ্যই জমা দিতে হবে। এবার খুবই কঠোর পদক্ষেপ নেব।
নতুন মন্ত্রিসভায় পদোন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রী নিয়োগ পাওয়ার পর প্রথম দিন গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরহাদ হোসেন এ কথা বলেন। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অর্গানোগ্রাম যুগোপযোগী নয় উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ মন্ত্রণালয়ে ৪-৫ জন করে অতিরিক্ত সচিব আছেন। কিন্তু সেখানে হয়তো পদ আছে দুটি। ফলে সেখানে বেশি লোকবল পদায়ন করতে হচ্ছে। মন্ত্রণালয়গুলো তাদের অর্গানোগ্রাম যুগোপযোগী করে আমাদের কাছে প্রস্তাব পাঠালে দ্রুত তা আপডেট করব। তা হলে কোন জায়গাতে কত লোক লাগবে সেটা বুঝতে পারব, এটা আমরা প্রথমে শুরু করব।