শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) উপ-নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে সাজেদা বেগম বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২৮ নভেম্বর উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বার পদে বিজয়ী হন শামসুন্নাহার। নির্বাচনের জয় লাভের পরদিন তাঁর ক্যান্সার ধরা পড়ে। পরে শপথ গ্রহনের পর গত ৭ ফেব্রুয়ারী মৃত্যু হয় ওই ইউপি সদস্যের। এতে ইউনিয়নের সংরক্ষিত সদস্য পদটি শূন্য হয়ে পড়ে। পূর্বঘোষণা অনু্যায়ী বুধবার এই তিন ওয়ার্ডে সংরক্ষিত আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দিতায় অংশ নিয়েছেন।এতে সাজেদা বেগম ১ হাজার ২শ ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোছাঃ হামিদা বেগম পেয়েছেন ৬শ ৭৩ ভোট।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, ওই আসনের নির্বাচিত মহিলা মেম্বার শামসুন্নাহার গত ৭ ফেব্রুয়ারী মৃত্যুবরণ করায় আসনটি শুন্য ঘোষনা করা হয়। বুধবার (১৫ জুন) উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সাজেদা বেগমকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।