আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। থানার সেবার মান আরো বাড়াতে হবে। সেবাপ্রত্যাশীদের সঙ্গে সদাচরণ করতে হবে। সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করতে হবে।
বুধবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পুলিশ সদর দফতরের কোয়ার্টারলি কনফারেন্সের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। কনফারেন্সে চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে (জুলাই-সেপ্টেম্বর) সারাদেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়।
আইজিপি বলেন, পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক সাফল্য রয়েছে। পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।
তিনি আরো বলেন, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ জনগণের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পুলিশকে আরো দ্রুত এ সেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য কাজ করতে হবে।
কনফারেন্সে উপস্থিত ছিলেন- অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম প্রমুখ।