পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী থানা চত্ত্বরে পুলিশের আয়োজনে স্থাপিত স্টলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভিড় দেখা গেছে। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে এ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, ওই স্টলে দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা তাদের সেবা ও কর্মকান্ড সম্পর্কে শিক্ষার্থীদেরকে বুঝাচ্ছেন
যিদনী মডেল স্কুলের শিক্ষার্থী সুমি বলেন, আমাদের স্যারদের কাছে পুলিশ সেবা সপ্তাহের কথা জানতে পেরেছি। পরে থানায় এসে স্টলে তাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারলাম।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, সারা দেশে পুলিশের সেবা সপ্তাহ চলেছে। সেই ধারাবাহিকতায় ঝিনাইগাতী থানায় পুলিশ সেবা সপ্তাহ উপলক্ষে ২৭ জানুয়ারি বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা করা হয়েছে। একই সঙ্গে ওই দিনই স্টল স্থাপন করা হয়েছে। ওই স্টলে সর্বস্তরের জনসাধারণকে পুলিশের কর্মকান্ড ও সেবা সম্পর্কে অবগত করা হচ্ছে। আগামী ২ ফেব্রুয়ারী পর্যন্ত পুলিশের সেবা সপ্তাহ চলবে।