বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। তিনি বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএমের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে জনস্বার্থে মহাপুলিশ পরিদর্শক পদে বদলি বা পদায়ন করা হল। এই আদেশ আগামী ৩১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী স্পেশাল ব্রাঞ্চের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণে স্নাতকোত্তর ডিগ্রিধারী জাবেদ পাটোয়ারি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার হিসেবে চাকরিতে যোগদান করেন।
১৯৮৪ ব্যাচের এই কর্মকর্তা চাকরির প্রতিটি ক্ষেত্রে মেধা, দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিয়েছেন। তার চাকরির মেয়াদ রয়েছে আগামী ২০২০ সাল পর্যন্ত।