শেরপুরের শ্রীবরদীর শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী মাহবুব (৪০) কে মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার উত্তর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব পৌর শহরের উত্তর বাজার মহল্লার মৃত টেবারু তালুকদারের ছেলে। মঙ্গলবার তাকে মাদক আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বাজারের মহল্লায় তার নিজ বাসায় অভিযান চালানো হয়। এসময় ৮০পিস ইয়াবা ট্যাবলেট ও ২৭ গ্রাম হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় এসআই শহীদুজ্জামান বাদী হয়ে মাহবুবসহ আরও অজ্ঞাত ৩ জনের নামে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। মঙ্গলবার মাহবুবকে মাদক আইনের মামলায় আদালতে সোপর্দ করে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক শেরপুর টাইমসকে জানান, মাহবুব দীর্ঘদিন যাবত হেরোইন ও ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। বিভিন্ন সময়ে পুলিশ, র্যাব, ডিবি ও মাদক অধিদপ্তরের অভিযানে গ্রেফতারও হয়েছে সে। তার বিরুদ্ধে এখনও মাদক আইনে ১৪ টি মামলা রয়েছে।