সকাল ৮টা থেকে শুরু হয়েছে শেরপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের স্থগিত সাত কেন্দ্রের ভোট গ্রহণ। ভোট কেন্দ্র গুলো ঘুরে দেখা গেছে নারী ভোটাদের লম্বা লাইন। আর ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।
ভোট গ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
গত ১১ নভেম্বর শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় স্থগিত সাত কেন্দ্রের পূণরায় ভোট গ্রহণ শুরু হয়েছে আজ ৩০ নভেম্বর সকাল আটটা থেকে।
কেন্দ্রগুলো হচ্ছে কামারেরচর ইউনিয়নের ৬নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুড়িয়া ইউনিয়নের গনইবড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ও মহিলা, চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরশেরপুর ইউনিয়নের নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামারিয়া ইউনিয়নের খুনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।