গত সপ্তাহের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পেয়েছে। এতে শেরপুরের ২০টি গ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে প্রায় ১০হাজার মানুষ। তলিয়ে গেছে ফসলি আবাদ।
গত সোমবার থেকে প্রবল বেগে ব্রহ্মপুত্র ও দশআনী নদীর পানি বৃদ্ধি পায়। ফলে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী সদর উপজেলার চরপক্ষীমারী, চরমোচারিয়া ও কামারেরচর ইউনিয়নের ১৭টি গ্রাম প্লাবিত হয়। সেইসঙ্গে ভোগাই নদীর ঢলের পানি নি¤œাঞ্চলে নেমে আসায় উপজেলার গাজীরখামার ইউনিয়নের ৩টি গ্রাম প্লাবিত হয়।
এসব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এতে জেলার প্রায় ১০০ হেক্টর আমন বীজতলা ও ২০ হেক্টর জমির সবজি আবাদ পানিতে নিমজ্জিত হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬মে.টন চাল বরাদ্দ করা হয়েছে। যা পর্যায়ক্রমে পানিবন্দী এলাকায় বিতরণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।