শেরপুর সদর উপজেলার জঙ্গলদি দক্ষিণপাড়ায় আবুবকর সিদ্দিক নামের আড়াই বছরের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রæয়ারি) দুপুরে শিশুটির মরদেহ বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখে সেখান থেকে উদ্ধার করা হয়। নিহত আবুবকর সিদ্দিক জঙ্গলদি দক্ষিণপাড়ার মোহাম্মদ হায়দার আলীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা দিকে জঙ্গলদি দক্ষিণপাড়ার মোহাম্মদ হায়দার আলীর ছোট ছেলে আবুবকর সিদ্দিক নিখোঁজ হয়। এর দুই ঘন্টা পর তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ হেফাজতে নেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।