জামালপুরের মেলান্দহে পিকআপের ধাক্কায় কাউসার (২৪) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় আরও দুই ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।
সোমবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার দেওয়ানগঞ্জ সড়কের ডেফলা ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউসার মেলান্দহ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাসুদ মিয়ার ছেলে। অন্যদিকে আহত ওসমান গনি বিজয় পাশা (২৩) মেলান্দহ বণিক সমিতির সভাপতি কিসমত পাশার ছেলে ও মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি এবং জাহিদ হাসান (২৪) বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান হিটলারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সদস্য।
মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খালেদ আল রহমান জানান, দুপুরে ডেফলা ব্রিজ এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাউসারসহ তিনজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, ডেফলা এলাকায় দুর্ঘটনার খবর শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেননি।