শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি সরকারি প্রথমিক বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। স্বপ্ন ছোঁয়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ দুুপুরে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
৮নং লছমনপুর ইউনিয়ন ছাত্রলীগ সহসভাপতি রুবেল হাসান বিজয়ের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শেরপুর সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি ছায়েদুল ইসলাম শাওন।
এসময় উপস্থিত পিএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ৮নং লছমনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাখাওয়াত হোসেন খোকা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুলতানা বেগম, কুসুমহাটি বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মাছুদ রানা, শেরপুর জেলা ছাত্রলীগ নেতা বর্ষণ কারুয়া, ৮নং লছমনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলী হোসেন আলীম, সহ-সভাপতি সেতু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, শেরপুর পলিটেকনিক ছাত্রলীগ শাখার নেতা আবু রায়হান,গোল্ডেন টাচ এন্ড গ্রুপের সভাপতি রাশেদুল ইসলাম রিফাত,সহ-সভাপতি সোহান আলী,কোষাধ্যক্ষ আব্দুল মাজেদ বাবু প্রমূখ।।
এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ছাত্রলীগের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।