চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন কিলিয়ান এমবাপ্পে। তার দুর্দান্ত পারফরম্যান্সে প্যারিস সেইন্ট জার্মেইও (পিএসজি) খেলছে দুর্দান্ত। গতকালও পিএসজি বড় ব্যবধানে জয় পেয়েছে। তবে এই ম্যাচে এমবাপ্পের সামনে বাধা হয়ে এসেছে এমবাপ্পের চোট।
পার্ক দে প্রিন্সেসে গত রাতে লিগ ওয়ানে পিএসজির প্রতিপক্ষ ছিল মার্শেই। এই ম্যাচে প্যারিসিয়ানদের শুরুর একাদশেই ছিলেন এমবাপ্পে। তবে চোটে পড়ায় খেলতে পেরেছেন ৩৩ মিনিট। ৩৩ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছেন তিনি। এরপর তাঁর বদলি হিসেবে নামানো হয় গনসালো রামোসকে। ৪৭ ও ৮৯ মিনিটে জোড়া গোল করেছেন রামোস। এর আগে ৮ ও ৩৭ মিনিটে গোল করেন আশরাফ হাকিমি ও রানদাল কোলো মুয়ানি। মার্শেইকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি।
মার্শেইকে হারিয়ে ১১ পয়েন্ট পেয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় তিন নম্বরে দল এখন পিএসজি। শীর্ষে থাকা দুই দল ব্রেস্ত ও নিসের পয়েন্ট ১৩ ও ১২ পয়েন্ট। তবু এমবাপ্পের চোট কিছুটা হলেও যেন ভক্ত-সমর্থকদের দুশ্চিন্তা বাড়িয়েছে। কেননা এ মৌসুমে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ৮ গোল করেছেন। তবে পিএসজি কোচ লুইস এনরিকে তা নিয়ে তেমন একটা চিন্তিত নন। ম্যাচ শেষে এনরিকে বলেন, ‘আমি জানি না কি হয়েছে। তবে আমার মনে হচ্ছে হালকা চোট। এটা অত গুরুতর কিছু না ও আশা করি, খুব শিগগিরই সে ফিরবে। তবে কোনো খেলোয়াড় শতভাগ ফিট না হলে তাকে নিয়ে ঝুঁকি নেওয়া উচিত না।’
গ্যাব্রিয়েল মন্টপেইড স্টেডিয়ামে ৩০ সেপ্টেম্বর লিগ ওয়ানে ক্লেরমঁ ফুতের বিপক্ষে খেলবে পিএসজি। এরপর ৪ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ম্যাচে খেলবে প্যারিসিয়ানরা। পিএসজি এই ম্যাচও খেলবে নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে। একই সপ্তাহে দুটো অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে পিএসজিকে।