ময়মনসিংহ জেলার সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে পিআইবি’র সেমিনার কক্ষে এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান।
এতে বক্তব্য দেন মোহনা টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি মো. রেজাউল করিম বকুল, বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি নাদিম প্রমুখ।
প্রশিক্ষণটির সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন পিআইবি’র প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী।
উল্লেখ্য, প্রশিক্ষণে ময়মনসিংহ বিভাগের চার জেলার ২৬ প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং কন্ট্রিবিউটাররা অংশগ্রহণ করেন।