শেরপুরের নকলা থানা পুলিশ ১৩ বছর যাবৎ সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী আক্রাম হোসেন (৪২) কে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে। বুধবার (১১ নভেম্বর) রাত বারটার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় এলাকা থেকে গ্রেফতার করে। সে নকলা উপজেলার ছাতুগাও এলাকার মৃত. নূরল হকের পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার নকলা উপজেলার ছাতুগাও এলাকার আক্রাম হোসেনের বিরুদ্ধে ১৩ বছর আগে শেরপুর আদালতে একটি যৌতুক মামলায় তার ৬ মাসের সাঁজা হয়। সাঁজা হওয়ার পর থেকেই আক্রাম হোসেন আত্মগোপন করে। গাজীপুরের কোনাবড়িতে নাম পরিবর্তন করে ছদ্ম নামে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নকলা থানার এসআই হাসান, এএসআই রতন চৌধুরী ও আলামিন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।