টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে পরাশক্তি অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে গর্জন দিয়েছিল বাংলাদেশ। বি গ্রুপে স্কটল্যান্ড, ওমান আর পাপুয়া নিউগিনি, এমন দলের সাথে জয় পাওয়া কঠিন কিছুই নয় এমনটাই ভাবা হচ্ছিল। সবার সঙ্গেই হেসেখেলে জিতবে বাংলাদেশ এমন খোশমেজাজ নিয়েই বিশ্বকাপ মিশন শুরু করে টাইগাররা। কিন্তু প্রথম ম্যাচে পাল্টে যায় স্কটল্যান্ডের কাছে হেরেই সব উচ্ছ্বাস ও আশা মাটি বাংলাদেশের। সে ম্যাচে হার না হলে এতক্ষণে সুপার টুয়েলভের পথেই থাকত বাংলাদেশ। স্বাগতিক ওমানের বিপক্ষের ম্যাচটা বাঁচা মরার লড়াইয়ে পরিণত হয়। মঙ্গলবার ওমানের বিপক্ষে ২৬ রানে জয় পেয়েছে মাহমুদউল্লাহ বাহিনী। এ জয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখতে পেরেছে বাংলাদেশ দল।
অন্যদিকে স্কটল্যান্ড নিজেদের দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারিয়ে আরও দুই পয়েন্ট ভরেছে নিজেদের ঝুলিতে। ‘গ্রুপ বি’ এর চার দলই ইতিমধ্যে দুইটি করে ম্যাচ খেলেছে। দুইটি করে ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্কটল্যান্ড। তাদের নেট রান রেট ০.৫৭৫। অন্যদিকে দুই ম্যাচে একটি করে জয় রয়েছে ওমান ও বাংলাদেশের। ওমানের নেট রান রেট ০.৬১৩ এবং বাংলাদেশের নেট রান রেট ০.৫০০। এই যখন অবস্থা তখন এই তিন দলেরই অপেক্ষা করতে হচ্ছে নিজেদের শেষ ম্যাচের জন্য। যেখান থেকে বোঝা যাবে সুপার টুয়েলভে পা রাখছে কোন দুই দল। জটিল সমীকরণ মনে হলেও তিন দলের সামনেই পরিষ্কার কি করতে হবে নিজেদের শেষ ম্যাছে।
বাংলাদেশকে সুপার টুয়েলভে উঠতে হলে ৩ রানে পাপুয়া নিউগিনির বিপক্ষে জিততে হবে। তবে এ ম্যাচে জয় ছাড়া টাইগারদের সামনে বিকল্প কোনো পথ নেই। তাইতো পরিকল্পিতভাবে বৃহস্পতিবার (২১ অক্টোবর) মাঠে নামবে বাংলাদেশ দল। স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে ওপেনার হিসেবে লিটন দাসের ব্যাটে খুব একটা রান আসেনি। এমন অবস্থায় বৃহস্পতিবার পাপুয়া নিউগিনির বিপক্ষে লিটনকে দলে রাখা উচিত কিনা তা নিয়ে কথা উঠেছে।
সর্বশেষ পাঁচ ম্যাচে লিটনের ইনিংস ১৫, ৬, ১০, ৫, ৬। টি-টোয়েন্টি সংস্করণে ৪০টি ম্যাচ খেলেছেন লিটন। ৩৯ ইনিংসে তার রান এখন পর্যন্ত ৭২২ রান। গড় ১৯। সর্বোচ্চ ৬১। তবে পাপুয়া নিউগিনির মতো খর্বশক্তির বিপক্ষে লিটনের পুরনো কাসুন্দি ঘাটবেন না নির্বাচকরা। তবে ওমানের বিপক্ষে উইনিং টিম ভাঙতে চান না অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তাই একাদশে কোনো পরিবর্তন না এনেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। গ্যালারিতে বসে খেলা দেখতে হতে পারে- সৌম্য সরকার, শামীম পাটওয়ারী ও পেসার রুবেল হোসেনকে। আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৪টায় আবুধাবি শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনির মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, মাহাদী হোসেন, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাপুয়া নিউগিনি একাদশ
টনি উরা, লেগা সিয়াকা, আসাদ ভালা (অধিনায়ক), চার্লস আমিনি, সেসে বাউ, নরমান ভানুয়া, সিমন আতাইকিপলিন ডর্জিয়া, চাদ সোপের, কাবুয়া মোরেয়া, নোসাইনা পোকানা।