শেরপুরের নকলায় বোরো আবাদে পানি ব্যবস্থাপনার উপর দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র ও নকলা বিআরডিবি হলরুমে আলাদা ভাবে ৩০জন করে মোট ৬০জন কৃষককে এ প্রশিক্ষণ দেওয়া হয়।
২০১৮-১৯অর্থ বছরের খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থপনা প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও নকলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
খামার বাড়ি শেরপুরের উপ-পরিচালক কৃষিবিদ আশরাফ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও কৃষিবিদ শেখ ফজলুল হক মনি এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন।
কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, এ প্রকল্পের আওতায় নকলা উপজেলায় চার ব্যাচে ৩০ করে ১২০ কৃষককে প্রশিক্ষণ দেওয়া হলো। এর আগে ৬০ জনের প্রশিক্ষণ গত সপ্তাহে শেষ হয়েছে। আজ বাকী ৬০জনের প্রশিক্ষণ সমাপ্ত হল। তিনি আরো জানান, প্রশিক্ষণে এসআরআই এবং বেড-নালা পদ্ধতিতে চাষের নিয়মাবলী ও সুবিধা, এডব্লিউডি প্রযুক্তি, ড্রিপ সেচ পদ্ধতি, হ্যান্ড শাওয়ার সেচ পদ্ধতির ভূ-গর্ভস্থ সেচ নালা ও ফিতা পাইপ সেচ পদ্ধতির পরিচিতি, সুবিধা, স্থাপন কৌশল, প্রয়োজনীয়তা ও রণাবেণ সম্পর্কে কৃষকদের বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।