শেরপুরের নালিতাবাড়ীতে পানিবন্দি ঘরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে শিপন (১৪) নামের এক ৭ম শ্রেণির মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার নন্নী উত্তরবন্দ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিপন ওই গ্রামের আলী হোসেনের পুত্র।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় শিপন বাড়ির পাশে ঢলের পানিতে মাছ শিকার করে বাড়িতে যায়। এসময় সে জামাকাপড় পরিবর্তন করার জন্য ঘরে ঢুকে। কিন্তুু আগে থেকেই ঘরের ভিতর হাটু পানি জমে ছিল। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ঘরের পানি বিদ্যুতায়িত হয়ে থাকায় শিপন ঘরে ঢুকতেই বিদ্যুতস্পৃষ্ট হন। বাড়ির লোকজন বিষয়টি খোঁজ পেয়ে নন্নীবাজার পল্লীবিদ্যুত অফিসে ফোন করে সংযোগ বিচ্ছিন্ন করে শিপনকে উদ্ধার করে। পরে শেরপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষনা করেন।