শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে আশরাফুল ইসলাম মানিক (২) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ ১৭ জুলাই সোমবার দুপুর ১টায় উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর কান্দুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই গ্রামের মো. আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা মা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় সবার অজান্তেই শিশু মানিক বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা পুকুরে লাশ ভাঁসতে দেখে পরিবারের লোকজনকে খবর দিলে পরিবারের লোকজন শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।