শেরপুরে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধ বিষয়ক দুই’দিনব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ শুরু হয়েছে। গণমাধ্যম ও উন্নয়ন যোগাযোগ সংগঠন সমষ্টি’র আয়োজনে ২৬ ফেব্রুয়ারি শনিবার সকালে শহরের একটি হোটেলে ওই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
ওইসময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সমষ্টির পরিচালক মীর মাশরুর জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া দুপুরে সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য আলোচক হিসেবে প্রশিক্ষণে অংশ নেন। ওইসময় তার সাথে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. নাহিদ কামাল কেয়া ও ডা. আসমাউল হুসনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে দিবাযত্ন কেন্দ্র চালু, কমিউনিটি সাঁতার প্রশিক্ষণ, গভীরতাধর্মী প্রতিবেদন তৈরির কৌশল শেখানো হয়। ওই প্রশিক্ষণে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।
এতে প্রশিক্ষক হিসেবে রয়েছেন গ্লোবাল হেলথ্ এ্যাডভোকেসি ইনকিউবেটরের কমিউনিকেশন ম্যানেজার মো. সারওয়ার-ই-আলম, সমষ্টির পরিচালক মীর মাশরুর জামান ও রেজাউল হক, প্রোগ্রাম কো-অর্ডিনেটর মুনাব্বির আহমদসহ বেশ কয়েকজন। প্রশিক্ষণটির সমন্বয়কারী হিসেবে রয়েছেন সাংবাদিক হাকিম বাবুল।