‘সোনালী আশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ’ এই স্লোগানে পাট ও পাটপণ্যের উৎপাদন, অভ্যন্তরিণ ব্যবহার বৃদ্ধি এবং পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার আইন-২০১০ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণ শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ সভা অনুষ্ঠিত হয়।
এনডিসি মেজবাউল আলম ভুঁইয়ার সভাপতিত্বে ওই উদ্বুদ্ধকরণ সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন পাট উন্নয়ন অধিদপ্তরের জামালপুর অঞ্চলের মূখ্য পরিদর্শক মঞ্জুরুল হক বাদল। অনু্ষ্ঠানে শেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলী, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল কাদের খান, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, পাট ও পাট পণ্যের উৎপাদন, অভ্যন্তরিণ ব্যবহার বৃদ্ধির পাশাপাশি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাস্তবায়ন জরুরী। অন্যথায় এ শিল্প হুমকির সম্মুখীন হয়ে পড়বে। তাই দেশের বৃহৎ জনগোষ্ঠীর জন্য পাটপণ্য ব্যবহারে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি জরুরী।