আসছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শেরপুরের সকল বৈশাখী আয়োজন নির্বিঘেœ সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকালে বর্ষবরন ও মঙ্গল শোভাযাত্রা থেকে সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যন্ত শহরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে বৈশাখী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব তথ্য জানান জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।
শেরপুর পুলিশ লাইনস হল রুমে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার আরো বলেন, ইতোমধ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি সাদা পোষাকের আইনশৃঙ্খলার সদস্যরা দায়িত্ব পালন করছেন। বর্ষবরন অনুষ্ঠানে ময়মনসিংহে ভূটানের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ময়মনসিংহ বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এসময় তিনি ইভটিজিং, বাল্যবিববাহ, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে সাংবাদিকদের সহযোগিতার প্রশংসাও করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক তালপতুফ হোসেন মঞ্জু, প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বর্তমান সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ। পরে জেলা পুলিশের পক্ষ থেকে উপস্থিত সাংবাদিকদের মাঝে মাটির হাড়িতে বৈশাখী উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আমিনুল ইসলাম, শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।