শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ কমপ্লেক্সের অভ্যন্তরে পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১টায় ওই নবনির্মিত ভবন উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী মো. মোজাম্মেল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মাহাবুর রহমান প্রমুখ।
পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. মাহাবুর রহমান জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ৯ লাখ ৭০ টাকা ব্যয়ে ঝিনাইগাতী পল্লী সঞ্চয় ব্যাংক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারিত অংশের এ কাজ করা হয়।