করোনা পরিস্থিতির জন্য বন্ধ রাখা পর্যটনকেন্দ্রগুলো আজ থেকে খুলে দেয়া হলেও উন্মুক্ত হয়নি সুন্দরবন। তাই বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দেখার জন্য অপেক্ষায় থাকা পর্যটকদের জন্য আপতত সুখবর নেই। সুন্দরবন খুলবে কবে তা এখনও জানা যায়নি।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, সাধারণত জুলাই-আগস্ট মাছের প্রজনন মৌসুম। তবে এবার জুন মাস থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ শিকার ও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে মাছ শিকারের জন্য পাশ পারমিট দেওয়া হবে। তবে পর্যটনকেন্দ্র খোলার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বনবিভাগ জানায়, করোনার সংক্রমণ রোধে গত ৩ এপ্রিল সুন্দরবনে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার পর গত সাড়ে চার মাসে ১১ লাখ ৬৫ হাজার টাকার রাজস্ব হারিয়েছে সুন্দরবন।
খুলনা আঞ্চলিক বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার বলেন, মন্ত্রণালয় থেকে সুন্দরবন খোলার ব্যাপারে এখনো কোনো নির্দেশনা পাইনি। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এলে সুন্দরবনের পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হবে। এজন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।
পরিস্থিতি ইতিবাচক থাকলে খুব বেশি দিন হয়তো দেশি-বিদেশি পর্যটকদের অপেক্ষা করতে হবে না বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।