পরীমণিকে দুই দফা রিমান্ড দেয়া, দুই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেবব্রত ও আতিকুল ইসলাম হাইকোর্টে আবারও ক্ষমা চেয়েছেন। তাদের আবারও লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ সকালে এই আদেশ দেয়।
অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আদালতকে বলেন, দুই বিচারকই বয়সে তরুণ, তাদের প্রশিক্ষণ না থাকায় ঠিকভাবে আদালতের নির্দেশের জবাব দিতে পারেননি। তারা দুজনেই হাইকোর্টের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। হাইকোর্ট তাদের পুনরায় লিখিত জবাব দেয়ার নির্দেশ দিয়েছে।