শেরপুর জেলা ইন্টার্ন ডিএমএফ ডাক্তার ঐক্য পরিষদের কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে জেলা সদর হাসপাতালের হলরুমে আয়োজিত ওই পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএমএ সভাপতি ডাঃ এম.এ বারেক তোতা, স্বাচিপ সভাপতি ডাঃ এটিএম মামুন জোস এবং স্বাচিপ ও বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ নাদিম হাসান।
ইন্টার্ণ ডিএমএফ ডাক্তার ঐক্য পরিষদের সভাপতি উসমান গণি পারভেজের সভাপতিত্বে ওই পরিচিতি সভায় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ নাহিদ কামাল কেয়া ও বিএমএ যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ খায়রুল কবীর সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্টার্ণ ডি.এম.এফ ডাক্তার ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ হাসান।
নবগঠিত জেলা ইন্টার্ণ ডিএমএফ ডাক্তার ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন সহ-সভাপতি তোফায়েল হাসান তানিম ও শাহ আলম জরিপ, যুগ্ম সাধারণ সম্পাদক আকরামুল বাশার ও এসএম সৈকত জাহান, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আল হাসান রাকিব, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির, উপ-দপ্তর সম্পাদক আব্দুর রশিদ জীবন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওহিদুল ইসলাম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহানুর রহমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আলামিন হোসেন মিনাল, উপ-শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক রিয়াদ হাসান, মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া আফরিন, উপ-মহিলা বিষয়ক সম্পাদক রুমানা পারভীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাহিদ হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক তানভীর হাসান রাব্বি, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রাকিব, ধর্ম বিষয়ক সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
পরিচিতি সভায় বক্তারা ডিএমএফ ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, দক্ষতা অর্জন করে কর্ম জীবনে রোগীদের প্রতি আন্তরিক হয়ে চিকিৎসা সেবা দিয়ে সমাজের মানুষের উপকারে আসতে হবে। তবেই ডাক্তারদের স্বার্থকতা হবে। এতে করে একটি সুন্দর প্লাটফর্ম তৈরি হতে পারে। তিনি সকলকে শৃঙ্খলা মেনে কাজ করার আহ্বান জানান।