শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা, শেরপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন রহমান অমি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে শেরপুরবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ‘পবিত্র শবে কদর’ উপলক্ষে এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।
ডাঃ শারমিন রহমান অমি বলেন, ‘আজ পবিত্র শবে কদর। মুসলিম উম্মাহ’র জন্য এক বিশেষ রজনী। পবিত্র কোরআনে এই রাতকে বলা হয়েছে ‘লাইলাতুল কদর’, অর্থাৎ সম্মানিত ও মহিমান্বিত রজনী। এই রাতে মহান রাব্বুল আলামিনের অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারি।
গরিবের ডাক্তার খ্যাতি পাওয়া ডাঃ অমি আরও বলেন, লাইলাতুল কদরে পবিত্র কোরআন মাজিদ নাজিল হয়েছে। এই রাত হাজার মাসের চেয়েও উত্তম রাত। অন্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, কদরের রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। এ কারণে সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল ও গুনাহ মাফের রাত হিসেবে শবে কদরের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ রাতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত অর্জন করতে পারি।
পবিত্র লাইলাতুলকদরের এ রজনীতে তিনি প্রতিপালক আল্লাহর কাছে মুসলিম জাহানের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। #সংবাদ বিজ্ঞপ্তি