বহুল প্রতিক্ষীত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল। শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধন করবেন। উদ্বোধন উপলক্ষ্যে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার মাঠে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাত পোহালেই উদ্বোধন হবে পদ্মা সেতু, জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২৪ জুন) বিকেলে শিবচর ছিল লোকে লোকারণ্য। প্রধানমন্ত্রী আসবেন বলে জনতার চোখেমুখে ছিল উচ্ছ্বাস। দেখে মনে হচ্ছিল না এটা বারোয়ারী কোনো সাধারণ মাঠ। দর্শনার্থীদের চাপ সামাল দিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে।
তবে সূর্য ডোবার আগেই নিরাপত্তার খাতিরে শিবচর মাঠ থেকে সাধারণ লোকদের সরিয়ে দেয়া হয়েছে। নিরাপত্তার চাদরে ঠেকে দেয়া হয়েছে সমগ্র জনসভা কেন্দ্রটি। একের পর এক আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ির বহর টহল দিয়ে যাচ্ছে।
বোম ডিসপোজাল ইউনিট ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা জনসভা কেন্দ্র পরিদর্শন করেছেন। জনসভা কেন্দ্রে পাশের রাস্তায় আপাতত সব ধরনের লোকাল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
জনসভা কেন্দ্র থেকে আধা কিলোমিটারেরও কম দূরত্বে রয়েছে পুলিশ কন্ট্রোল রুম। সন্ধ্যায় রুম পরিদর্শন করে দেখা যায়, সেখানে পুলিশের বেশ কয়েকটি ইউনিট রাখা হয়েছে। যেকোনো জরুরি অবস্থায় এখান থেকে তাৎক্ষণিক সাড়াদানের ব্যবস্থা করা হয়েছে।
শেষ অবধি জনসভা মাঠ পরিদর্শন করে দেখা গেছে, মাঠের চারদিকে করা হয়েছে আলোকসজ্জা, চলছে ডিজিটাল স্ক্রিন। পুলিশের টহল অব্যাহত রয়েছে। চারদিকে এক উৎসবের আমেজ। রাত পোহালেই উদ্বোধন হবে পদ্মা সেতু, স্বপ্ন পূরণ হবে কোটি বাঙালির।