শেরপুরে পথশিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সজন নামের একটি প্রতিষ্ঠান।
শুক্রবার দুপরে জেলার অন্যতম পর্যটনকেন্দ্র গজনী অবকাশে সজন মাদকাসক্তি সহায়তায় চিকিৎসা কেন্দ্রের অায়োজনে ও সজনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মেহের খান অপুর সার্বিক সহযোগিতায় অনু্ষ্ঠিত বনভোজন অনুষ্ঠানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বিভিন্ন স্পটে প্রায় দেড় শতাধিক পথ শিশুর মাঝে কলা ,কেক ও পানি বিতরণ করেন সজনের পরিচালক পিপুল সরকার, সোহেল উদ্দিন শাকিব, প্রধান কর্মকর্তা আলামিন চৌধুরী ও মাদকের অভিশাপ থেকে সদ্য মুক্তি পাওয়া কয়েকজন উপস্থিত ছিলেন।