দেশব্যাপী চলমান তাপপ্রবাহ বিবেচনায় শ্রমজীবী মানুষ ও পথচারীদের জন্য বিনামূল্যে নিরাপদ খাওয়ার পানি সরবরাহ করার মহতি উদ্যোগ নিল শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশন। শহরের গোয়ালপট্টি মোড় ও থানামোড়ে দুটি পানি বিশুদ্ধকরণ বৈদ্যুতিক ফিল্টার স্থাপন করা হয়েছে সংগঠনটির উদ্যোগে। আজ ১ মে বুধবার এ উদ্যোগের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পিপি মো. সাখাওয়াত উল্লাহ তারা, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম হেলাল, পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, নৃ ফাউন্ডেশনের সভাপতি ডা. তনুজ ভৌমিক, সাধারণ সম্পাদক মাজহারুল হক প্রমুখ।
অনুষ্ঠান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত নৃ ফাউন্ডেশনের অফিস পরিদর্শন করেন এবং একজন শ্রমজীবী নারীকে সেলাই মেশিন প্রদান করেন।
নৃ ফাউন্ডেশনের সভাপতি ডা. তনুজ ভৌমিক ও সাধারণ সম্পাদক মাজহারুল হক বলেন, আমরা সকল শ্রমজীবী মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চয়তা লক্ষ্যে কাজ করে যাচ্ছি। শ্রমজীবী ও অসহায় মানুষদের জন্য নৃ ফাউন্ডেশনের কিছু চলমান উল্লেখযোগ্য কার্যক্রম হলো অনাহারীর আহার : প্রতিদিন দুপুরে শ্রমজীবীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহ; অসুস্থ ও আহত শ্রমিকদের চিকিৎসা সেবা; শ্রমজীবীদের সন্তানদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি; শ্রমজীবীদের জন্য দূর্যোগে বিশেষ সহযোগিতা; জীবিকা নির্বাহের জন্য উপকরণ সরবরাহ ও প্রয়োজনে মেরামত করে দেওয়া ও উৎসবে বিশেষ প্রণোদনা ও উপহার সামগ্রী বিতরণ।