শেরপুরে নারী রক্ত দাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন নারী রক্তদান সংস্থার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর পৌর শহরের হরিজন পল্লীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অসহায় দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা, সংস্থাটির দ্বিতীয় প্রকাশনা দ্বিতীয় ফোঁটার মোড়ক উন্মোচন ও সংস্থাটির সদস্য ডা. আরনিকা আফরিন প্রমার বিসিএস প্রাপ্তি উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনটির আহবায়ক পঞ্চমী দেব রুমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌর সভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
তিথি নন্দীর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে সুহৃদ সমাবেশের শুভংকর সাহা, শেরপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুপক, আঁচড়ের প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম শাহীন, নারী উদ্যোক্তা আইরিন পারভীন, হরিজন পল্লীর সভাপতি নন্দ হরিজন, আইইডির ফেলো সুমন্ত বর্মণ, অধ্যাপক শিব শংকর কারুয়া, অধ্যাপক তপন সারোয়ার, সংস্থাটির উপদেষ্টা শামীম হোসেন ও নারী রক্তদান সংস্থার ফেলো আবুল কালাম আজাদ প্রমূখ বক্তব্য রাখেন।
পড়তে পারেন নারী রক্তদান সংস্থার এই নিউজটিও
উল্লেখ্য নারী রক্তদান সংস্থা পনেরো জন সদস্য নিয়ে গত ৮সেপ্টেম্বর ২০১৭ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর সংস্থাটির মাধ্যমে জরুরী প্রয়োজনে দুই শতাধিক ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করা হয়েছে।
বর্তমানে সংস্থাটিতে তিন শতাধিক সদস্য স্বেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত রয়েছেন। শেরপুরের পাশাপাশি বগুড়াতেও সংস্থাটির আরো একটি শাখা উন্মুক্ত করা হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে সদস্যরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, জরুরী প্রয়োজনে রক্ত সংগ্রহ ও সরবরাহ এবং পুরুষের পাশাপাশি নারীদের রক্তদানে উদ্বুদ্ধ ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে।