নড়াইলে সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার (১৭ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই দাবী জানানো হয়।
ওয়ার্কার্স পার্টির শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১৫ জুলাই নড়াইলে দিঘলিয়ার দুই শতাধিক হিন্দু পরিবারের ঘর-বাড়িসহ দোকানপাট, মন্দিরে অগ্নিসংযোগ, লুন্ঠন, ভাংচুর চালিয়েছে স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। আমরা শেরপুর জেলাবাসীর পক্ষ থেকে এই নারকীয় হামলার তীব্র নিন্দা জানিয়ে এর দৃষ্টান্তমূলক বিচার চাই। সাম্প্রদায়িক জঙ্গীবাদীরা লাগাতার সাম্প্রদায়িক হামলার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করতে চায়। তাই এই অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।