আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সংসদ উপনেতা, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এমপি ও নৌকা প্রতিকের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা কেউ প্রবঞ্চনার শিকার হন নাই। আপনারা যার যার অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছেন। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাদের জন্য বরাদ্দকৃত সকল সুবিধা আপনারা পাচ্ছেন। আপনাদের অধিকার পাই পাই করে বুঝিয়ে দিতে আমার সাধ্যমতো চেষ্টা করেছি।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।