নেত্রকোনার কলমাকান্দায় সোনাডুবি হাওরে নৌকাডুবি ঘটনা নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে যুবক মো. আলী আমজাদের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
মৃত যুবক কলমাকান্দা সদর ইউনিয়নে নানিয়া গ্রামের চান খাঁর ছেলে। তিনি নৌকার মাধ্যমে বিভিন্ন স্থানে ইট পরিবহন করতেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান সারোয়ার হোসেন বলেন, নৌকাডুবির খবর পেয়ে গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পাঁচ সদস্যের ডুবুরি দল কলামকান্দায় আসি। ওইদিন রাত ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করি। পর দিন বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করি। বিকেল ৩টার দিকে নৌকাডুবির স্থান হতে আনুমানিক ১৫ ফুট দূরত্বে পূর্ব-দক্ষিণ দিকে পানির তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হই। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কলামাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে।
গত বুধবার (২৩ আগস্ট) এক হাজার ২০০ ইট নিয়ে কলমাকান্দার সদর ইউনিয়নের একটি ইট ভাটা থেকে বিশরপাশা নানিয়া গ্রামের উদ্দেশ্যে যাত্রা করে ইঞ্জিন চালিত নৌকাটি। যাবার পথে বেলা ১১টার দিকে ইট বোঝাই নৌকাটি সোনাডুবি হাওরে ডুবে যায়। এসময় নৌকায় থাকা দুজনের একজন সাঁতারে হাওরের নাগডরা গ্রামে ওঠতে পারলেও মো. আলী আমজাদ নিখোঁজ ছিলেন।