নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলার সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
নেত্রকোনা জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরেণ্য লেখক প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা।
পরে জেলা প্রশাসক স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করে এর শুভ সূচনা করেন।