নেত্রকোণা; নেত্রকোণায় এই প্রথম চার বছরের এক শিশুর করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলার সিভিল সার্জন সেলিম মিয়া শুক্রবার দুপুরে এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় জেলায় ৮৯ জনের নমুনা পরীক্ষায় ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যেই ওই শিশু একজন।
ওই শিশুর বাড়ি খালিয়াজুরী উপজেলার সদর ইউনিয়নে।
এর আগে জেলায় এত কম বয়সের কেউ আক্রান্ত হয়নি বলেও জানান সিভিল সার্জন।
আক্রান্তদের মধ্যে ছয়জন মোহনগঞ্জ, কলমাকান্দা, কেন্দুয়া উপজেলার বাসিন্দা। বাকিরা দুর্গাপুর, খালিয়াজুরী ও সদর উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন সেলিম মিয়া জানান, করোনা-আক্রান্ত শিশুটিকে স্বাস্থ্য বিভাগের চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। তার শারীরিক অবস্থা ভালো।
তিনি জানান, গত ১০ দিনে জেলায় ৫৭ জন করোনা শনাক্ত হয়েছেন। জুন মাসের শুরু থেকেই বেড়ে চলেছে শনাক্তের সংখ্যা। এ অবস্থায় নিজেদের যেমন স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তেমনি শিশুদেরও বিশেষ খেয়াল রাখতে হবে। বাড়িতে কোনো করোনা রোগী থাকলে তার কাছে যেন কোনো অবস্থাতেই শিশুরা যেতে না পারে তা নিশ্চিত করতে হবে। উচ্চ ঝুঁকিপূর্ণ জনসমাগমস্থল বাজার, দোকানপাটে কেনাকাটার জন্য শিশুদের নেয়া যাবে না। স্বাস্থ্যবিধি শিশুদেরও মানাতে হবে। হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় বর্তমানে মোট ১৫৭ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তদের মধ্যে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকিরা সবাই বাড়িতে আছেন। আক্রান্তদের সবারই শারীরিক অবস্থা ভালো।
জেলায় এ পর্যন্ত ১৬ হাজার ৮৩১ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ২২৩ জন শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৭ দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ হাজার ৬৬ জন, সুস্থতার হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন, মৃত্যুর হার ১ দশমিক ৮০ শতাংশ।