নেত্রকোণার জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান বৃহস্পতিবার দুপুরে পাঁচ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
এছাড়া আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।
সাজাপ্রাপ্ত – রুবেল মিয়া (২৭) আটপাড়া উপজেলার মোগলহাট্টা গ্রামের মো. হেরিমের ছেলে।
রায় ঘোষণার সময় রুবেল আদালতের কাঠগড়ায় ছিলেন।
আদালতের ভারপ্রাপ্ত পিপি সাইফুল ইসলাম প্রদীপ মামলার নথির বরাতে জানান, ২০১২ সালের ৮ অক্টোবর স্থানীয় গণেশ হাওরে আবুল মনসুরকে কুপিয়ে হত্যা করা হয়।
এরপর ১০ অক্টোবর তার বাবা সিদ্দিক মিয়া তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। পরের বছর ২১ মে শুধু রুবেলকে দায়ী করে আদারতে অভিযোগপত্র দেয় পুলিশ।
পিপি সাইফুল বলেন, “রুবেল মিয়ার সঙ্গে একই গ্রামের আবুল মনসুরের জমির বিরোধ ছিল। এর জেরে রুবেল তাকে হত্যা করেন বলে আদালতে প্রমাণিত হয়েছে।”