নেত্রকোণা সদর উপজেলায় করোনাভাইরাসের টিকার নিবন্ধন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলার বাকি ৯টি উপজেলাতেও কয়েক দিনের মধ্যে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে বলে জানানো হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সিভিল সার্জন অফিসের চিকিৎসা কর্মকর্তা উত্তম কুমার পাল জানান, সদর উপজেলায় করোনাভাইরাসের বরাদ্দ টিকার সমপরিমাণ নিবন্ধন হয়ে যাওয়ায় আপাতত নিবন্ধন বন্ধ রাখা হয়েছে।
বাকি উপজেলাগুলোতে নিবন্ধন চলছে। তবে সেখানেও কয়েক দিনের মধ্যে টিকার সমপরিমাণ নিবন্ধন হয়ে গেলে নিবন্ধন বন্ধ করে দেয়া হবে। এতে নিবন্ধন করেও টিকা পায়নি এমন ঘটনা ঘটবে না।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত জেলায় ৮১ হাজার ১০৪ জন টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে মঙ্গলবার পর্যন্ত ৬৩ হাজার ২৩৮ জনকে প্রথম ডোজ ও ৩৮ হাজার ৯৬১ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে।
এখনও ১৭ হাজার ৮৬৬ জনের প্রথম ডোজ নেয়া বাকি।
দ্বিতীয় ধাপে প্রথম ডোজের টিকা দেয়া শুরুর জন্য নেত্রকোণায় গত ১৫ জুন সিনোফার্মের ৪ হাজার ৮০০ ডোজ এসেছে। এই টিকা ১৯ জুন থেকে সদর উপজেলার মেডিক্যাল কলেজ, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ফ্রন্টলাইনার হিসেবে বিবেচিতদের দেয়া হয়েছে।
পরে গণটিকা শুরুর জন্য আসে আরও ৩৪ হাজার ৪০০ ডোজ টিকা। জেলার সব উপজেলায় এই টিকা দেয়া হচ্ছে।
এই জেলার ১৭ লাখ বাসিন্দার মধ্যে ৩ দশমিক ৭৭ শতাংশ মানুষ করোনাভাইরাসের টিকার আওতায় এসেছেন। এখনও ১৬ লাখ ৩৬ হাজার ৭৬২ জন টিকার বাইরে থেকে গেছেন।
বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নেত্রকোণা জেলায় করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। মোট মৃত্যু ৪৪। নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৩৭৫ জনের দেহে।