ব্রাজিল ফুটবল দলের কোচ লিওনার্দো তিতে বলেছেন, ব্রাজিল এখন আর কোনো একজন ফুটবলারের ওপর নির্ভারশীল নয়।
সোমবার টোকিওতে জাপানের মুখোমুখি হবে ব্রাজিল। বাংলাদেশ সময় বিকাল ৪টা ২০ মিনিটে খেলাটি শুরু হবে।
জাপানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্রাজিলের কোচ তিতে বলেন, আমি অনেক দিন ধরে ব্রাজিল জাতীয় দলের দায়িত্বে আছি। আমাদের একঝাঁক তরুণ খেলোয়াড় আছে, তাদের আমি পরখ করে দেখেছি। এখন আমরা আর একজন (নেইমার) আক্রমণাত্মক খেলোয়াড়ের ওপর নির্ভরশীল নই।
দলের তরুণ ফুটবলারদের নিয়ে ব্রাজিলের সহকারী কোচ সেজার সাম্পাইয়ো বলেন, আমাদের বেশ কিছু অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র খেলোয়াড় আছে। আবার একঝাঁক তরুণ খেলোয়াড়ও আছে। যারা অনেক দ্রুতগতিসম্পন্ন ও যাদের ব্যাপক সৃজনশীলতা রয়েছে। বিশেষ করে আক্রমণভাগে।