“নৃ উষ্ণ ভালোবাসা” শ্লোগানকে ধারণ করে অসহায় ও দারিদ্রদের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ ৫৬টি কম্বল বিতরণ করেছে। আজ দুপুরে শ্রীবরদীর খাড়ামোড়া গ্রামে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করা হয়।
সংগঠনটি এবার জেলার বিভিন্ন উপজেলায় ৫০০টি কম্বল বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে। সংগঠনটি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে “নৃ উষ্ণ ভালোবাসা” -ক্যম্পেইনের ঘোষণা দিলে অনেকে স্বপ্রনোদিত হয়ে বিভিন্ন পরিমান কম্বল অনুদান হিসেবে প্রদান করেন ।
সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল হক শেরপুর টাইমসকে বলেন, আমাদের সকল কার্যক্রম কিছু হৃদয়বান মানবিক মানুষের অনুদানেই পরিচালিত হয়। এবারো নৃ ফাউন্ডেশনের আহবানে সাড়া দিয়ে এখন পর্যন্ত দুই শতাধিক কম্বল অনুদান হিসেবে পেয়েছি যা বিতরণ আজ শুরু হলো।
নৃ ফাউন্ডেশনের অর্থ সম্পাদক রাজীব আহমেদ জানান, অনুদান হিসেবে কম্বল সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে এবং একই সাথে জেলার বিভিন্ন উপজেলায় প্রান্তিক অঞ্চলে অসহায়দের মাঝে বিতরণ কার্যক্রমও চলমান থাকবে।
উল্লেখ্য যে নৃ ফাউন্ডেশন বিগত ১৫ মাসেরও বেশি সময় ধরে “অনাহারীর আহার” প্রকল্পের মাধ্যমে শেরপুর পৌর ঈদ গায়ে প্রতিদিন ৫০-৬০ জন মানুষের জন্য বিনামূল্য খাদ্য সরবরাহ করে আসছে, যা সকল মহলে বেশ প্রশংসিত হচ্ছে। একই সাথে “অসহায়ের সহায়” নামে আরেকটি প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায় ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আর্থিক সহায়তার পাশাপাশি, শিক্ষাবৃত্তি ও বিনামূল্যে স্বাস্হ্য সেবা প্রদান করে চলছে সংগঠনটি।