ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাযিল মাদ্রাসার মেধাবী শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নির্যাতন ও নির্মমভাবে পুড়িয়ে হত্যাকারীদের ফাঁসির দাবীতে শেরপুরের ঝিনাইগাতীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নুসরাত রাফির হত্যাকারীদের ফাঁসির দাবীতে ঝিনাইগাতী উপজেলার ছাত্রলীগের আয়োজনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
থানা মোড়ে আয়োজিত ঘন্টাব্যাপী এ মানবন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান শিমুল, সাবেক উপ-আপ্পয়ন সম্পাদক মনির হোসেন, সাবেক সহ-সম্পাদক মাসুদ রানা, সাবেক সহ-সম্পাদক তাপস পাল, সাবেক সহ-সম্পাদক সোহেল পাঠান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, যে বা যারা মেধাবী শিক্ষার্থী নুসরাতকে পুড়িয়ে নির্মমভাবে হত্যা করেছে তারা সবাই সন্ত্রাসী। এর সাথে জড়িত সকল অপরাধীদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন তারা।
উল্লেখ্য, ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি পরীক্ষা দিতে গেলে দুর্বৃত্তরা তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে নুসরাত জাহান রাফি মারা যান। এর আগে গত ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা করেন নুসরাতের মা। এ মামলা তুলে নিতে চাপ দিতে থাকে দুর্বৃত্তরা। এতে নুসরাত ও তাঁর পরিবার রাজি হয়নি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে যাওয়ার আগে নুসরাত চিকিৎসকদের কাছেও জবানবন্দি দেন।