নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে জুভেন্টাসের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলতে পারবেন রোমেলু লুকাকু। স্বয়ং ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি তার বিরুদ্ধে থাকা নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন।
এক বিবৃতি দিয়ে লুকাকুর বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিপক্ষের সমর্থকদের ঘৃণা এবং জাতিগত বৈষম্যে প্রভাবিত হয়ে ম্যাচ পরিচালক খেলোয়াড়ের আচরণকে অবৈধ বলে নিষেধাজ্ঞা দিয়েছে।
নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে লুকাকু বললেন, বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বড় এক বার্তা এই সিদ্ধান্ত।
কঠিন সময়কে পেছনে ফেলে এখন ফর্মে ফিরেছেন লুকাকু। ফলে খেলা দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করে দিচ্ছেন তিনি। তাই গোলের পর মুখে আঙুল দিয়ে চুপ থাকার ট্রেডমার্ক গোল উদ্যাপন করছেন বেলজিয়াম তারকা। আজ থেকে ১১ দিন আগে জুভেন্টাসের বিপক্ষে সেমিফাইনালে সমতাসূচক গোল করার পর তেমনি এক উদ্যাপন করেছিলেন তিনি।
কিন্তু সেই উদ্যাপনের জন্যই পরে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার। তার আচরণ বর্ণবাদী হয়েছে বলে ম্যাচ রেফারি হলুদ কার্ড দেখান।তার এই ভঙ্গিকে ‘উসকানিমূলক’ হিসেবে অবিহিত করা হয়।