বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা বিষয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জেলা পুলিশ মতবিনিময় করেছেন গত (২২ সেপ্টেম্বর) রবিবার দুপুরে। ওইসময় নিরাপত্তা নিয়ে কথা বলেন জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। তিনি বলেন, দুর্গোৎসব উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পূজা ম-পের গুরুত্ব অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে বিভক্ত করা হবে নিরাপত্তা জোরদার। যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে জেলা পুলিশ প্রস্তুত রয়েছে। আপনারা নিশ্চিন্তে দুর্গাপূজার উৎসব করুন, পুলিশ দিবে নিরাপত্তা। তবে নিরাপত্তার স্বার্থে মন্ডগুলোতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের জন্য তিনি মন্ডপ কর্তৃপক্ষের প্রতি আহব্বান জানান। এছাড়া উৎসব চলাকালে কেউ মাদকের অপব্যবহার করলে পুলিশ কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি জানান।
এবার শেরপুরে ১৪৪টি পূজামন্ডপে অনুষ্ঠিত হবে এবার শারদীয় দুর্গাপূজা। এরমধ্যে শেরপুর সদরে ৬৪টি, নকলা উপজেলায় ২০টি, নালিতাবাড়ী উপজেলায় ৩৫টি, ঝিনাইগাতী উপজেলায় ১৬টি ও শ্রীবরদী উপজেলায় ৯টি পূজামন্ডপসহ জেলায় মোট ১৪৪টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত কুমার দে ভানু।
৪ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্যে দিয়ে দুর্গোৎসবের শুরু এবং ৮ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে উৎসব শেষ হবে।