বর্তমান সরকারের আমলে সারাদেশে যত নেতাকর্মী মামলা-হামলার শিকার হয়েছে তাদেরকে বিএনপি ক্ষমতায় আসলে জাতীয় বীর ঘোষনা করার দাবী তুলেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও শেরপুর-৩ সংসদীয় আসনের সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ।
তিনি আজ জেলা বিএনপির আয়োজনে তার বাসভবনে অনুষ্ঠিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এ দাবী তুলেন ।
তিনি আরো বলেন, অতিতের ভূলভ্রান্তি দুর করে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে পর্যন্ত এই সরকারের পতন না হবে সেই পর্যন্ত আমরা ঘরে ফিরে আসবো না । যেকোন মূল্যে এই সরকারকে পতন ঘটিয়েই ছাড়বো।
এসময় মাহফিলে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র ভইস চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগীয়) সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন ও শরিফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন।
এই দোয়া ও ইফতার মাহফিলে জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।